• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৩:৪১ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৩:৪১ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ১৪ জন আটক

২৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১৮:৪৪

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ১৪ জন আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতা মো. সাব্বির হোসেনসহ ১৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। এ সময় পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারী স্লীপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

২২ জানুয়ারি সোমবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। পাসপোর্ট দালাল চক্রের আসামিদের কাছ থেকে ৪টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লিপ, ১২টি মোবাইল সেট ও নগদ ১২,৬০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, তারা দীর্ঘ দিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলত তারা ৩টি গ্রুপে এই কার্যক্রম পরিচালনা করে, যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরী করার নাম করে বিভিন্ন এজেন্টের নিকট নিয়ে আসে। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দিবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের নিকট রেখে দেয়। অপর গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল।

উক্ত বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ