• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩৭:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩৭:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে ফায়ার সার্ভিসের অভিযান নিয়ে লুকোচুরি

২২ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৩৬:১৪

সৈয়দপুরে ফায়ার সার্ভিসের অভিযান নিয়ে লুকোচুরি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। এক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠানকে কত টাকা জরিমানা করা হয়েছে সে সংক্রান্ত তথ্য দিতে অপারগতা প্রকাশ করে সংশ্লিষ্টরা। এমনকি সাংবাদিকদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেয়া হয়েছে। ফলে এই লুকোচুরি নিয়ে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

২১ জানুয়ারি রোববার দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ।  এসময় তার সাথে ছিলেন নীলফামারী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হকসহ পুলিশের একটি টিম।

অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানালেও কোন কোন প্রতিষ্ঠান থেকে এই অর্থ নেয়া হয়েছে সেই তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এনামুল হক বলেন, আমরা অগ্নিকাণ্ড নিরোধে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সিলিন্ডার স্থাপনের জন্য নোটিশ প্রদান করি। কিন্তু দীর্ঘ প্রায় এক মাস পেরিয়ে গেলেও অনেকে ভ্রুক্ষেপ না করায় অভিযান চালানো হয়েছে। তবে এক্ষেত্রে শুধুমাত্র আইনের প্রতি অবজ্ঞার কারণে সতর্ক করতে জরিমানা আদায় করা হচ্ছে। তাই এসংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া যাবেনা। ছবিও তোলা নিষেধ।

জরিমানা করা প্রতিষ্ঠানসমুহের নাম কেন প্রকাশ করা ও তাদের ছবি তোলা যাবেনা জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ বলেন, জরিমানা দেয়া প্রতিষ্ঠানগুলো তেমন গুরুতর কোনো অপরাধ করেনি। নাম ও ছবি প্রকাশ করলে তারা হেয় প্রতিপন্ন হবে। এজন্য নিষেধ করা হয়েছে।

আপনারা প্রকাশ্যে অভিযান চালালেন অথচ মিডিয়াকে নাম ও ছবির তথ্য দিচ্ছেন না এটা কতটুকু সঠিক, প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে অভিযানিক দল সটকে পড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০