• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফের উত্তপ্ত রাঙামাটি, সশস্ত্র ২ গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়

২০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:৩০

ফের উত্তপ্ত রাঙামাটি, সশস্ত্র ২ গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলায় আঞ্চলিক সশস্ত্র দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা।

২০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১টা পর্যন্ত উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের আগাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এমএনপি'র একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, উভয় পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে তাদের পক্ষে কেউ হতাহত হয় নাই। তবে প্রতিপক্ষের আহত হওয়ার খবর তারা শুনেছেন কিন্তু নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে জেএসএসের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আঞ্চলিক দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক হাজার রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলেও ধারণা করছেন তিনি।

ওসি জানান, তিনি যতটুকু জেনেছেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা নেতৃত্বাধীন (জেএলএ) ও মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি/মগপার্টি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি থমথমে বিরাজ করলেও ঘটনাস্থলে এখনও যাওয়া সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০