• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০০:১২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০০:১২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

১৯ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৭:৪৯

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এর ফলে ১৯ জানুয়ারি শুক্রবার বেলা ১ টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। তবে শঙ্কার কোনো কারণ নাই বলে মনে করছেন বিমানবন্দর কতৃপক্ষ।  

১৯ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ইউএস-বাংলার দুইটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রার পারদ নেমেছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ১১টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে। ঘন কুয়াশা কেটে যেতে আরও কয়েকঘণ্টা সময় লাগতে পারে। আগামী ২৪ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, আবহাওয়া পরিবর্তন ও সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কারণে ইউএস-বাংলার দুইটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল থেকে এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল। আকাশে ঘন কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩