• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:১৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:১৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে যাত্রীবাহী বাস ঢুকে পড়লো দোকানে, আহত ১৫

১৮ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:১০:৪১

নোয়াখালীতে যাত্রীবাহী বাস ঢুকে পড়লো দোকানে, আহত ১৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে পড়ায় বাসযাত্রীসহ ১৫ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।  

১৭ জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা-টু-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় বাসিন্দা মিলন বলেন, রাত ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে জেলা শহর মাইজদীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এ সময় বাসটি সড়কের পাশে থাকা মকুলের ফার্সেসী ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে। এতে দোকান দুটি ভেঙে তছনছ হয়ে যায়। অন্যদিকে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই দোকানদারসহ ১৫ জন আহত হন।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের দুটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানান, আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ