• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৮:৪৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৮:৪৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় শিশু হত্যার দায়ে একজনের যাবজীবন

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৮:১২

নলডাঙ্গায় শিশু হত্যার দায়ে একজনের যাবজীবন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নলডাঙ্গায় অপহরণের পর মুক্তিপনের জন্য শিশু হত্যার মামলায় এক যুবককে যাবজীবন ও দুই নাবালককে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন আদালত।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা জজ মুহাম্মদ আব্দুর রহিম পৃথক দু’টি মামলায় এই রায় ঘোষণা করে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- মো. রানা (২৫) নলডাঙ্গা উপজেলার গাঙ্গইল ধোপাপুকুর গ্রামের রেজাউলের ছেলে, টিপু সুলতান (১০) একই উপজেলার ধনকড়া গ্রামের নজরুলের ছেলে এবং ফরহাদ হোসন (১৭) পশ্চিম সোনাপাতিল গ্রামের কালামের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার ব্রহ্মপুর এলাকার অনিক নামের ৭ম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে নলডাঙ্গা থানায় রানা, ফরহাদ হোসেন ও টিপু সুলতানের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন অনিকের দাদা জফির উদ্দিন। পরের দিন অনিকের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অনিকের মায়ের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

মামলার সূত্রে আরও জানা যায়, এমন ঘটনা বাদীর পরিবার থেকে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় টিপু সুলতানকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে অপর দুজন রানা ও ফরহাদ হোসেনকে আটক করা হয়। পরে আটকদের জবানবন্দিতে তারা অনিককে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেন।

দীর্ঘ ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ফরহাদ হোসেনকে ১০ বছর ও টিপু সুলতান নামে আরেক জনকে তিন বছর আটকাদেশ দেন আদালত। রায়ে আরও উল্লেখ করা হয় জরিমানার অর্থ অনিকের পরিবার পাবে।

ট্রাইব্যুনালের সেরেস্তাদার শামীম আহম্মেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮