• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫১:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৫১:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে আব্বা বাহিনীর প্রধান রাব্বিসহ গ্রেফতার ১২

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৩০:৪২

কেরানীগঞ্জে আব্বা বাহিনীর প্রধান রাব্বিসহ গ্রেফতার ১২

কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আলোচিত রাসেল হত্যা মামলার এজাহার ভুক্ত আব্বা বাহিনীর প্রধানসহ ১২ আসামিকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো- আফতাব উদ্দিন রাব্বি (৩৪), সজীব (৩৬), রাজিব (৩৫), হিরা (৩০) ফিরোজ (৩১) ঠান্ডু (৩৯),আমির (৩৮)রনি (৩৫), দেলোয়ার (৩৭), শিপন (৩১), মাহফুজ (৩৬), রতন (২৮)।

পুলিশ সুপার জানান, গত ১০ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট পারভিন টাওয়ারের নিচে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বির অফিসে অমানুষিক নির্যাতনে রাসেল নামের এক যুবককে হত্যা করার পর আসামিরা গা ঢাকা দেয়। পরবর্তীতে নিহতের পিতা তোফাজ্জল হাওলাদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনা সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ঝিনাইদহ মহেশপুর বর্ডার থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ৬ সহযোগীসহ মামলার প্রধান আসামি আব্বা বাহিনীর প্রধান আফতাব উদ্দিন রাব্বি এবং দক্ষিণাঞ্চলের ভোলাসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আরও ৬ আসামিসহ মোট ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে ঐ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে এবং ঘটনার মূল কারণ উদঘাটনের জন্য আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮