• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫২:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫২:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা গণতন্ত্র রক্ষা করতে পেরেছি: নূর-ই আলম চৌধুরী

৯ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০১:১৩

শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা গণতন্ত্র রক্ষা করতে পেরেছি: নূর-ই আলম চৌধুরী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, এই নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছি।

৮ জানুয়ারি সোমবার জেলার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নূর-ই আলম চৌধুরী লিটন বলেন, পৃথিবীতে খুব কম প্রধানমন্ত্রী আছেন যাদের সৌভাগ্য হয়েছে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করে পাঁচ পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শিবচরের জনগণের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আপনারা আমার পিতাকে তিন তিন বার নির্বাচিত করেছেন। এবারও আমাকে আপনারা ভোট দিয়ে সাতবারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপজেলার হাজারো মানুষ তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানান। পৌর অডিটরিয়াম কানায় কানায় ভরে ছিল। মাদারীপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, শিবচর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নূর-ই-আলম চৌধুরী লিটনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ