• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৮:০৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৮:০৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ভোটগ্রহণ শুরু

৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৪৬:০২

সিলেটে ভোটগ্রহণ শুরু

সিলেট প্রতিনিধি: সিলেটের ৬টি আসনে ১ হাজার ১৩টি  ভোটকেন্দ্রের ৬ হাজার ৬টি ভোট কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনের শুরুতে কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।

রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়ব বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এদিকে সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগের রাতে সিলেট নগরীসহ জেলার অন্তত ৭টি ভোটকেন্দ্রের সমনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ভোটের নিরাপত্তা প্রস্তুতি খুবই কড়া রয়েছে।

সিলেট জেলার ৬টি আসনে ভোটের লড়াইয়ে ৩৫ জন প্রার্থী অংশ নিলেও ইতোমধ্যে ২ জন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩ জন।

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনের এক হাজার ১৩টি কেন্দ্রের ৬৪৯টিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এসব কেন্দ্র বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের সার্বিক নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সব ইউনিটের ১৭ সহস্রাধিক জনবল।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট জেলার মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ৩৫ জন প্রার্থীর মধ্য থেকে ৬ জনকে সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫, মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩