• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪১:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪১:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১৮:৩৭

মৌলভীবাজারে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের ৫৪৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে।

৬ জানুয়ারি শনিবার দুপুরে জেলার ৪টি সংসদীয় আসনের জন্য ৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা যার যার উপজেলার প্রত্যেকটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করেছেন।

এ সময় প্রত্যেকটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জামাদি গ্রহণ করেন।

এদিকে জেলার ৫৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪২টি অধিক গুরুত্বপূর্ণ, ১৭৯ গুরুত্বপূর্ণ ও ২২৮ ভোটকেন্দ্র সাধারণ বলে চিহ্নিত করেছেন জেলা রিটার্নিং অফিসার। জেলার ৫৪৯টি ভোটকেন্দ্রের ভোট সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে ১৮৩ ভোটকেন্দ্রে আজ ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে এবং ভোটের দিন ৩৬৬ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী জানান, সদর উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টি ভোটকেন্দ্র আজ ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে। ভোটের দিন ৫৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।

অপরদিকে মৌলভীবাজার জেলার সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স। মৌলভীবাজার জেলায় মোট ভোটকেন্দ্র ৫৪৯টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হজার ৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬৯ হাজার ৯৪৩ জন, মহিলা ভোটার ৭ লাখ ৪৬ হজার ৬৪৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০