• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৯:০৪ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৯:০৪ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় ভুয়া শিক্ষক পোলিং অফিসার

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪৪:০০

নলডাঙ্গায় ভুয়া শিক্ষক পোলিং অফিসার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল বাশার নামে পোলিং অফিসার পদে ভুয়া শিক্ষক নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কার্যালয়ের সংসদ নির্বাচনে পোলিং অফিসার পদের প্রশিক্ষণের তালিকায় তার নাম লেখা রয়েছে।

জানাযায়, আবুল বাশার নলডাঙ্গা বাজারে অবস্থিত প্রাইভেট স্কুল নিউজেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে দাবি করে নির্বাচনী পোলিং অফিসার পদে নিয়োগ পেয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

ওই প্রাইভেট স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক বলেন, আবুল বাশার নামে কোনও শিক্ষক এ স্কুলে চাকরি করেন না। অভিযুক্ত সহকারী শিক্ষক আবুল বাশার উপজেলার বাঁশিলা গ্রামের দর্জি তায়েজ উদ্দিনের ছেলে।

বিষয়টি অনুসন্ধানে করে জানাযায়, নাটোর-২ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের আবুল বাশার কোনও বিদ্যালয়ের শিক্ষক না হয়েও নির্বাচনী পোলিং অফিসার পদে নিয়োগ পেয়ে প্রশিক্ষণ নিয়ে একটি ভোট কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সংসদ নির্বাচনে পোলিং অফিসার পদের প্রশিক্ষণের তালিকার ৫ নম্বরে তার নাম, পদবি ও মোবাইল নম্বর উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবুল বাশার বলেন, আমি নলডাঙ্গা নিউজেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি করি। সংসদ নির্বাচনে পোলিং অফিসার পদে নিয়োগ পেয়ে গত ২৬ ডিসেম্বর প্রশিক্ষণ নিয়ে একটি ভোট ভেন্দ্রের দায়িত্ব পেয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, আবুল বাশার আগের নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন। তবে, এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে বাদ দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ