• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিরূপ মন্তব্য করায় সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুলকে শোকজ

৪ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪২:১১

বিরূপ মন্তব্য করায় সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুলকে শোকজ

গাইবান্ধা (সুন্দরগঞ্জ) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিরূপ মন্তব্য করায় উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি।

৩ জানুয়ারি বুধবার বিকেলে কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ ওবায়দুল হক রুমি এই নোটিশ দেন। নোটিশে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে বলা হয়, মঙ্গলবার লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে বেলকা ইউনিয়নে নির্বাচনী পথসভা হয়। এ সময় আশরাফুল আলম বলেন, মামার বাড়ির আবদার আর চলবে না, এ উপজেলার সভ্য-সুশীল সমাজ মারা যায়নি,  এখনও জীবিত আছে । কোনো অতিথি পাখিকে (স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার) আমরা এ সুন্দরগঞ্জের এমপি বানাবো না।

তিনি আরও বলেন, শীত শেষ হয়ে যাবে, সাইবেরিয়ার বার্ড আবার গন্তব্যস্থলে চলে যাবে। ওইসব পাখিকে স্থান দেবেন না প্রাণপ্রিয় বন্ধুগণ। সাইবেরিয়ান বার্ড, যে পাখিগুলো আমরা বিভিন্ন সময় বন্দুক দিয়ে শিকার করি। তাই বলতে চাই, কোনো অতিথি পাখিকে মূল্যায়ন করবেন না।

প্রসঙ্গত, এসব বক্তব্যের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান আশরাফুল সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) নং এর বিধান লঙ্ঘন করেন। এই অবস্থায় তাকে কারণ দর্শানোর নোটিশ ও আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩