• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১২:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:১২:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন লিটু

৪ জানুয়ারী ২০২৪ সকাল ১১:১৯:৪৭

মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন লিটু

নড়াইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।

৩ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে নড়াইল শহরের আলদাৎপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

একই সাথে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি। সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন।

এছাড়াও পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে অংশ গ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে, পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরও বলেন, শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফি বিন মোর্ত্তজাকে সমর্থন দিচ্ছি। আপনারাও তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দেবেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে প্রাার্থিতা অবৈধ ঘোষণার পর তিনি গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে ছিলেন। এরপর তার প্রার্থিতা বাতিল চেয়ে ৩১ ডিসেম্বর  আপিল করা হলে ২ জানুয়ারি ফের তার প্রার্থিতা বহাল করে আদালত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯