• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক-ককটেলসহ আরসার ৩ সদস্য আটক

৩১ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২৪:৪০

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক-ককটেলসহ আরসার ৩ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রাম থেকে সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ ৩ জন আরসা সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক ও বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলো, ক্যাম্প ৩ ব্লক-এ ২-এর মৃত আবুল কাশেমের ছেলে হাফেজ রহমত উল্লাহ (৩৫), ক্যাম্প ৫ ব্লক-ই ৬-এর নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম (২৩) ও একই ক্যাম্পে ব্লক-বি ৪-এর কামাল হোসেনের ছেলে নুরুল ইসলাম (২৫)।

৩১ ডিসেম্বর রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্ণেল এইচ. এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গোপন খবরের মাধ্যমে রোববার সকাল ৯টায় কলাতলী ডিসি পাহাড় সংলগ্ন আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪.৯ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৫ পিস ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, ১.৫ কেজি মারকারী, ১টি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোষাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, নগদ ২ হাজার ২৯০ টাকা, ২টি মোবাইল এবং ১টি ল্যাপটপ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ