• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১২:৫৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১২:৫৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৫:৫৩

সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: যেদিকে তাকানো যায় চোখে পড়ে সরিষা ফুলের মন জুড়ানো দৃশ্য। কাঁচা হলুদ রঙের সারি সারি ফুলে দোলায় হাসি ফুটেছে চাষিদের মুখেও। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কুষ্টিয়ার খোকসার কৃষকের স্বপ্ন। কৃষকরা বলছেন, উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ায় সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন তারা।

উপজেলা কৃষি বিভাগ বলছে, এ বছর সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ৮৯১ হেক্টর। উৎপাদন হয়েছে এক হাজার ১২০ হেক্টর জমিতে। এ উপজেলায় কৃষিতে সাফল্য এসেছে। রেকর্ড হয়েছে অল্প জমিতে বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদনের। এই উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃষি বিভাগ।

স্বল্প সময়ে চাষ সম্ভব বলে চাষিরা সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা চাষে সার বা সেচও লাগে না খুব একটা, তাই স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে চাষ।

বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চফলনশীল (উফশি) বারি-১৪, বারি-৯, সরিষা-১৫, বিনা সরিষা-৯, বিনা সরিষা-৪ ও স্থানীয় টরি-৭ চাষ করছেন। আগামী বছর সরিষা চাষ আরও বাড়বে বলেও জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ‘শুধু সরিষা আবাদ নয়, অন্যান্য ফসল ও ফল-ফলাদির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ