• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩০:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩০:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৪৫:৩২

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানকে হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ

কুমিল্লা (দাউদকান্দি) প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরক শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

২২ ডিসেম্বর শুক্রবার প্রদান করা শোকজ নোটিশে বলা হয়, ‘আপনি (আব্দুস সবুর) ২১ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার মারুফা ইউনিয়নের পূর্ব ঘোষিত নির্বাচনী প্রচারণায় অংশ নেন। উক্ত প্রচারণায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত না থাকায় তাকে মোবাইলে হুমকি প্রদান করেন এবং জোরপূর্বক আপনার প্রচারণায় অংশগ্রহণ করতে বলেন। আপনি তাকে বলেন যে, তোমার কি আমাকে প্রয়োজন পড়বে না, আমি নিজে চেয়ারম্যান বানাই। তুমি কীভাবে চেয়ারম্যানগিরি করো আমি তোমাকে দেখে নিবো।’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য হলে তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।

‘এমতাবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (আব্দুস সবুর) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১২টার সময় নির্বাচনী অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৪৯, কুমিল্লা-১ এর অস্থায়ী কার্যালয় কুমিল্লার বিজ্ঞ দাউদকান্দি সিনিয়র সহকারী জজ আদালতে স্বশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে (আবদুস সবুর) নির্দেশ প্রদান করেন কুমিল্লা-১ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) মুক্তা রানী।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০








কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১