• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০২:০৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০২:০৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

২০ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৩২:৩৮

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিমানবন্দর সড়কে পিকআপ ভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মনির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মনির হোসেন (১৮) ঈশ্বরদীর পিয়ারাখালী গ্রামের ফজল হোসেনের পুত্র। তিনি কলেজে লেখাপড়া করতেন।

আহতদের মধ্যে ১ জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দু’জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়টার দিকে ঈশ্বরদী-লালপুর-বানেশ্বর আঞ্চলিক সড়কে মালবোঝাই একটি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে ভ্যান উল্টে যায়। মুহূর্তেই বিপরীত দিক হতে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী তিন যাত্রীর মধ্যে কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর দুই আরোহী এবং পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

এবিষয়ে ঈশ্বরদী থানার (তদন্ত) ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ