• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৭:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩৭:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:২৯:৩৪

মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দেশ স্বাধীন করতে গিয়ে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নানা শ্রেণি-পেশার মানুষ। ১৬ ডিসেম্বর শনিবার সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে পুলিশের একটি চৌকস দলের সশস্ত্র অভিবাদনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহানা আক্তার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে সকাল ৮টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট এবং শিশু-কিশোর সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ