• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৩৬:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৩৬:০৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীবরদীতে বন্যহাতি দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৪৩:৩০

শ্রীবরদীতে বন্যহাতি দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদীতে বন্যহাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে আলহাজ্ব মো. আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন্যহাতির তাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যান তিনি।

১৩ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার সীমান্তের ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ আলহাজ্ব মো. আব্দুল হামিদ (৭০) শেরপুর সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে এলে জামায়াতের লোকজনসহ স্থানীয়রা হাতি দেখতে যান।

ওইসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্ত্যক্ত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪