• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৪:১৬ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৪:১৬ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন জয়নাল আবেদীন

১৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৬:৪৯

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন জয়নাল আবেদীন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিবারের মতো এবারও সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনের কৃতি ব্যক্তিদের মধ্যে প্রেসক্লাব পদক ও সম্মাননা প্রদান করেছে। এতে গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাকের টাঙ্গাইল গোপালপুরের সংবাদদাতা জয়নাল আবেদীন।

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পদক ও সম্মাননা দেয়া হয়। সাংবাদিকতা, সাহিত্য, কৃষি শিক্ষা ও গবেষণায় ১৩ জনকে দেওয়া হয় এ পদক। সাংবাদিকতায় ৮ জন, সাহিত্যে ৪ জন এবং কৃষি শিক্ষায় ১ জন এ পদক পান।

সাংবাদিক হিসেবে আরও পদক পান ময়নসিংহ জেলার অধ্যাপক আ. রাজ্জাক, মোশারফ হোসেন, এ এইচএম মোতালেব, এমএস দোহা, আনোয়ারুল হাসান রুমী এবং মরনোত্তর বাদল আচার্য ও মেজবাহ উদ্দিন হেলাল। সাহিত্যে সাহিত্যে এ পদক অর্জন করেন মুহাম্মদ জাফর ইকবাল, আবদুল্লাহ জাহিদ, আউয়াল চৌধুরী ও মাহবুব  হাসান। কৃষি শিক্ষা ও গবেষণায় ড. ইয়াহিয়া মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ