• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৫:৪৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৫:৪৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন জয়নাল আবেদীন

১৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৬:৪৯

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক পেলেন জয়নাল আবেদীন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিবারের মতো এবারও সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিক অঙ্গনের কৃতি ব্যক্তিদের মধ্যে প্রেসক্লাব পদক ও সম্মাননা প্রদান করেছে। এতে গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক পেয়েছেন দৈনিক ইত্তেফাকের টাঙ্গাইল গোপালপুরের সংবাদদাতা জয়নাল আবেদীন।

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পদক ও সম্মাননা দেয়া হয়। সাংবাদিকতা, সাহিত্য, কৃষি শিক্ষা ও গবেষণায় ১৩ জনকে দেওয়া হয় এ পদক। সাংবাদিকতায় ৮ জন, সাহিত্যে ৪ জন এবং কৃষি শিক্ষায় ১ জন এ পদক পান।

সাংবাদিক হিসেবে আরও পদক পান ময়নসিংহ জেলার অধ্যাপক আ. রাজ্জাক, মোশারফ হোসেন, এ এইচএম মোতালেব, এমএস দোহা, আনোয়ারুল হাসান রুমী এবং মরনোত্তর বাদল আচার্য ও মেজবাহ উদ্দিন হেলাল। সাহিত্যে সাহিত্যে এ পদক অর্জন করেন মুহাম্মদ জাফর ইকবাল, আবদুল্লাহ জাহিদ, আউয়াল চৌধুরী ও মাহবুব  হাসান। কৃষি শিক্ষা ও গবেষণায় ড. ইয়াহিয়া মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯