• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫০:৪১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৫০:৪১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাইয়ে বিদ্যুৎ বিল বাকি থাকায় ২০ সংযোগ বিচ্ছিন্ন

১৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৯:১৮

কাপ্তাইয়ে বিদ্যুৎ বিল বাকি থাকায় ২০ সংযোগ বিচ্ছিন্ন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ বিল বাকি থাকায় ২০ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আলম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রকৌশলী নুরুল আলম জানান, কাপ্তাই শিল্প এলাকার ৩১ গ্রাহকের নিকট ২ লাখ ৫২ হাজার টাকা বকেয়া রয়েছে। যা দীর্ঘ দিন যাবৎ পরিশোধ করছে না। এমতাবস্থায় মঙ্গলবার ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর অন্য গ্রাহকরা তাৎক্ষণিক বকেয়া বিল পরিশোধ করেন।

তিনি জানান, এর আগের দিন ১১ ডিসেম্বর সোমবার রাঙামাটি সদর উপজেলার ধনপাতা এবং রোববার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে মোট ৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করা হয়।

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী মু. আশিক সরকার বলেন, যাদের বিল বাকি আছে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি সরকার এবং বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদেরে প্রি-পেইড মিটার স্থাপন করার অনুরোধ জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ