• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৩৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৩৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসব অনুষ্ঠিত

১২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২২:০৪

রংপুরে ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসব অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: কবিদের সংগঠনের কতিপয় কবি ও কবিতার মধ্য দিয়ে ফুটে উঠে দুঃখ-সুখ-আবেগ ভালোবাসা। প্রাণিত করে মানুষের অনুভূতির কথা মানুষকে, তাই রংপুর জেলার হারিয়ে যাওয়া ফুঠে উঠা সকল কবিদের নিয়ে আয়োজন করা হয় কবিতা উৎসব।

১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে কবিদের সংগঠনের কর্মীদের উদ্যোগে রংপুরে পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় ভালোবাসার বাংলাদেশ নামে জমজমাট এক কবিতা উৎসব।

এতে দেশাত্মবোধক ছড়া ও কবিতা আবৃত্তিতে অংশ নেন ৭০ জনেরও বেশি নবীন-প্রবীন কবি ও আবৃত্তিকার। ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও কবি কালী রঞ্জন বর্মন, শিক্ষাবিদ ও লেখক খন্দকার মাহফুজার রহমান ও অভিযাত্রিক সভাপতি কবি রানা মাসুদ।

কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় স্বরচিত ছড়া কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, হেলেন আরা সিডনি, বাশার ইবনে জহুর, জোসেফ আখতার, কালি রঞ্জন বর্মন, লুৎফর রহমান সাজু, নজরুল মৃধা, ফরহাদুজ্জামান ফারুক, আনোয়ারুল ইসলাম রাজু, তৈহিদা খাতুন, আব্দুল লতিফ প্রামাণিক, মামুনউর রশিদ, মারুফ হোসেন মাহবুব, ইয়ামিন বসুনিয়া প্রমুখ।

উৎসবে দেশাত্মবোধক গান গেয়ে শোনান, রওশন আরা সোহেলী, শাহিল ফারহান লিয়ন, সুফি জাহিদ হোসেন ও রকিবুল ইসলাম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩