• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৪৩:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৪৩:২৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌহালীতে পেঁয়াজের দাম ২৫০ টাকা

১০ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৬:৩৬

চৌহালীতে পেঁয়াজের দাম ২৫০ টাকা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে গত দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়ছে। দাম বেড়েছে মরিচেরও৷ উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে। দুই দিন আগেও পেঁয়াজের কেজি ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা। আর কাঁচা মরিচ ছিল ৬০ থেকে ৮০ টাকা কেজি।

হঠাৎ লাফিয়ে দাম বৃদ্ধি হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের পক্ষে পেঁয়াজ ও কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ কমার কারণে দাম বেড়েছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।

উপজেলার জোতপাড়া বাজার, আলিয়া মাদ্রাসা  বাজার, কেআর পাইলট মডেল সরকারি স্কুল সংলগ্ন বাজার ও কোদালিয়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ২২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে ৷ গত দুই দিন আগেও এ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২৫ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

কোদালিয়া গ্রামের মো. মনিরুল ইসলাম বলেন, আমি জোতপাড়া বাজার থেকে ১ কেজি পেঁয়াজ কিনলাম ২২০ টাকা দিয়ে৷ হাট-বাজারে পেঁয়াজ ও কাচা মরিচ  যথেষ্ট পরিমাণ রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়িরা অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে বিক্রি করছেন। যার ফলে নিম্ন আয়ের মানুষের পক্ষে পেঁয়াজ ও কাচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন বাজারে কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এখন কাঁচামরিচ ও পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১৪৫ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার পরিস্থিতি এমনটা হলে গরিব মানুষ কীভাবে চলবে।

কোদালিয়া বাজারের ব্যবসায়ি নুরুল ইসলাম বলেন, হাট-বাজারে বিদেশি পেঁয়াজের যোগান কমের কারণে দাম বেড়েছে। যোগান বাড়লে দাম কমে যাবে। আমরা যেখান থেকে পেঁয়াজ কিনে থাকি, বর্তমানে সেখানেই দাম বেশি। যার জন্য বেশি দামে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। আমদানি বাড়লে দাম কমে যাবে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়িরা বাজারে পেঁয়াজ ও কাচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ