• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১১:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১১:১৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:০৮:৩০

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৮৬ গ্রাম ওজনের (৩৯১ ভরি ৪ আনা)পাঁচটি স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট উদ্ধার করেছে বিজিবি। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গিরাগাঁও ক্যাম্পের সদস্যরা ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্তের রমজানপাড়া গ্রাম থেকে এসব স্বর্ণ উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। এসব সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

৫ ‍ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান।

তিনি আরও জানান,মঙ্গলবার সকালে সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১০ নম্বর পিলারের কাছে জমির কাটা ধান আঁটি বাঁধছিল ৩/৪ জন শ্রমিক। এ সময় বিজিবির গিরাগাঁও বিওপির টহল দল ওই এলাকায় টহল দেয়ার সময় সন্দেহ হয়। তারা শ্রমিকদের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে ধানের আটিঁর নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে পাঁচটি বিভিন্ন আকারের স্বর্ণের বার ও ১৫ বিস্কুট পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৮৬ গ্রাম (৩৯১ ভরি ৪ আনা)। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর রিয়াদসহ গিরাগাঁও ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭-১৯ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ২২ কেজি ২৯ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার ও জুয়েল নামে এক চোরাকারবারিকে আটক করেছিল বিজিবি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া ক্যাম্পের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩