• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৩:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৩:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

১ ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:০২:১৯

বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে নিজস্ব সামর্থ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এ দিবস দু’টি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

এতে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নরুল আজিম, মুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হুদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, সোনালী ব্যাংকের অপারেশন ম্যানাজার শারমিন সুলতানা রুহি, রাজিবুল হক রিকু, তারেকুল হাসান প্রমুখ।

সভায় বিজয় দিবসের দিন ঈদগাহ রাশিদ আহমদ কলেজ মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন, ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গের সাথে সাথে সৌজন্য সাক্ষাৎসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর সিদ্দিক, ইসলামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম, পোকখালি চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মো. রিদুয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হারুন-উর রশিদ, ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার তৃণা সাহা, পবিস ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রাজন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান মো. মহি উদ্দিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম তালুকদার, ইউল্যাব মোহাম্মদ সাহেদ, এইউএফপিও মো. হালিম উল্লাহ, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন, ইসলামপুর লবণ মিল মালিক সমিতির মঞ্জুর আলম, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিমসহ অনেকে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ