• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৩২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৭:২০

কালাইয়ে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাউছার হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাত হোসেন (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।
  
২৮ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রাম হলদীবাড়ী এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আহত রিফাত একই গ্রামের চঞ্চল শেখের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।  

স্থানীয় জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, নিহত কাউছার বেলা ১২টার দিকে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে একই গ্রামের রিফাতকে তার মোটরসাইকেলের পিছনে তুলে নেন। তারা দু’জনে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়ক হয়ে মোলামগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বামনগ্রাম হলদীবাড়ী এলাকায় বায়ার কীটনাশক কোম্পানির একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে পাকা সড়কের উপর পড়ে যায়। পথচারীরা তাদের দু’জনকে উদ্ধার করে পার্শবর্তী ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে জনতা আটকে রাখলে পরে তাদের ইউনিয়ন পরিষদের হেফাজতে নেয়া হয়।

এ বিষয়ে ওসি ওয়াসিম আল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাইভেটকার ও চালককে আটকের বিষয় শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানা তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ