• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৮:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৮:১৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হেমন্তকে বিদায়ে ‍দিয়ে এসেছে শীত

২৮ নভেম্বর ২০২৩ দুপুর ০২:২৭:৩০

হেমন্তকে বিদায়ে ‍দিয়ে এসেছে শীত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: ষড়ঋতুর বাংলাদেশে ঋতু পরিক্রমায় আবারও এসেছে শীত। গ্রামীণ জনপদে শীতকাল যেন বিশেষ একটি বিশেষ উপলক্ষ নিয়ে আসে । ফুল-ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে আগমন ঘটে শীতের। গ্রামীন জনপদে শীত যেন অন্যরকম ব্যঞ্জনা নিয়ে হাজির হয়। প্রাকৃতি তার ঝাপি খুলে বসে ঠাণ্ডা হিমেল হাওয়ার। ভোরের সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা, উত্তরের হিমেল বাতাস, পিঠা-পুলি উৎসব সবকিছু মিলিয়ে শীতে পায় ভিন্ন মাত্রা।

এসময় সূর্য যেন খানিকটা দেরি করেই দেখা দেয়। গ্রামে মোঠো পথে গাছিরা দল বেধে রওয়ানা হয় খেজু রস সংগ্রহে। গাছ থেকে পেড়ে আনা টাটকা খেজুরের রস জ্বাল করেই তৈরি হবে পাটালি ও খেজুর গুড়। সে গুড়ে তৈরি হবে পিঠা-পুলি।

শীতের সকালে মাদারীপুরের কালকিনি বাজার ঘুরে দেখা মিলেছে শীতকালীন বাহারি সব সবজির। শীম, মুলা, ফুলকপি, বাধাকপি, লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি রসনা জোগাবে স্থানীয়দের। গ্রামীন শীতকাল যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে জীবনের অন্য মানে দেখিয়ে দেয়।

শীত এলেই প্রকৃতি যেন ব্যস্ত হয়ে পড়ে নিজেকে ঢেলে সাজানোর ঢঙ্গে । আড়মোড়া ভাঙা শীতের সকালের রয়েছে অনন্য অনন্য মাধুর্য। ঘন কুয়াশায় কনকনে শীতের অনুভূতি, গাছের ঝড়ে যাওয়া পাতা, রুক্ষ-শুষ্ক প্রকৃতির মাঝেও শিত অনবদ্য।

একটু বেলা হতেই দেখা মেলে শীতকে উপেক্ষা করে লোকজন বেরিয়ে পড়েছে তাদের প্রাত্যহিক কাজে। গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে শীতকে বুঝি একটু বেশিই উপভোগ করা যায়। নানা বয়সী মানুষের বাহারি আর ঐতিহ্যবাহী শীতবস্ত্র যেন সুখানুভুতির আরেক নাম।

এমন বাহারি সব সুখের অনুভুতির অপর পিঠে শীত কিন্তু অনেকের কষ্টের কারনও হয়ে আসে। সমাজের সুবিধা বঞ্চিতদের জীবনে এ সময়টাতে নেমে আসে সীমাহীন কষ্ট। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের অনেক মানুষ এসময় মানবেতর জীবনজাপন করে। তাই শীত আমাদের আনন্দের পাশাপাশি মানবিক দায়িত্ববোধের কথাও মনে করিয়ে দেয়। আমাদের তাগিদ দেয় আর্তমানবতার পাশে দাড়াতে।

কথা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শিবলী রহমানের সাথে। তিনি বলেন, অন্যন্য ঋতুর চেয়ে শীত একটু ব্যতিক্রমী। এসময় আমাদের বিশেষ করে বাচ্চাদের প্রয়োজন হয় একটু বাড়তি যত্নের। খেয়াল রাখতে হবে বাচ্চারা যাতে ঠাণ্ডাজনিত অসুখ-বিসুখে না ভোগে সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে।

শীতের এ সময়টাতে সবার মাঝে মানবিক মূল্যবোধের উদয় হোক। মানবতার নতুন দিগন্তের সুচনা হোক শীতের সকালের উদিয়মান সুর্যের মতো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ