• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৬:৫৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৬:৫৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এইচএসসিতে আবারও নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাফল্য

২৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৭:২৭

এইচএসসিতে আবারও নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সাফল্য

নরসিংদী প্রতিনিধি: এইচএসসির ফলাফলে আবারও চমক দেখিয়েছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। ২৬ নভেম্বর রোববার এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণার পর কলেজের শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।

জানা যায়, চলতি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৩টি বিভাগে সর্বমোট ১০৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ১০৪৭ জন জিপিএ-৫ লাভ করেন।

এর মধ‍্যে বিজ্ঞান বিভাগে ৬৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পায় ৬৬৬ জন, ব‍্যবসা শিক্ষায় বিভাগে ১৬৬ জনের মধ‍্যে ১৫৭ জন ও মানবিকে ২৬০ জনের মধ‍্যে ২২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫  লাভ করেন।

কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, ‘২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সালে কলেজের প্রথম ফলাফল ছিলো ৯৯ শতাংশ। ২০০৯ সালে কলেজটি থেকে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম স্থান এবং দেশসেরাদের তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করে। ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম স্থান এবং শতভাগ পাশের দিক দিয়ে চতুর্থ স্থান লাভ করে।

এই শিক্ষা প্রতিষ্ঠানটি এইচএসসির ফলাফলে ২০১২-১৩ ও ১৪ সালে ঢাকা বোর্ডে তথা সমগ্র বাংলাদেশের শতভাগ পাসসহ দেশসেরা টপ টুয়েন্টিতে দ্বিতীয় হয়। পরবর্তী সময়ে টপ টুয়েন্টি ফলাফল পদ্ধতি বাতিল করায় সামাজিক ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ