• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৬:১০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৬:১০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুইমারায় সরকারি চাল বোঝাই ট্রাকে আগুন, চালক ও হেলপার দগ্ধ

২৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:১৬:৩৩

গুইমারায় সরকারি চাল বোঝাই ট্রাকে আগুন, চালক ও হেলপার দগ্ধ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বিএনপি-জামায়েতের ডাকা সপ্তম দফা অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়ির গুইমারায় সরকারি চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আগুনে দগ্ধ হয়েছেন।

২৭ নভেম্বর সোমবার ভোরে উপজেলার হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন পরিষদের খেদাছড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে মো. ইসহাক মিয়া (২৮) ও হেলপার মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম এলাকার জাহিদুল হকের ছেলে বেলাল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে ১৫-২০ জনের একটি দল প্রথমে রাস্তায় গাছ ফেলে। পরে ট্রাকে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে চালক ও হেলপার আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনায় পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে গুইমারা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র করের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ