• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৩:০১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৩:০১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে মাথাগোঁজার ঠাই পেলেন বিউটি বেগম

২৫ নভেম্বর ২০২৩ দুপুর ০১:০৩:৪৪

অবশেষে মাথাগোঁজার ঠাই পেলেন বিউটি বেগম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: স্বপ্নপূরণ হলো বিউটি খাতুনের। অভাবের সংসারে স্বামী আজিজুল হক দিনমজুরের কাজ করেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যেখানে সংসার চালানোই দায়, সেখানে ভাঙ্গা চালা আর ভাঙ্গা বেড়া মেরামত করা দুরহ কাজ।

অসহায় বিউটিকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন চিকিৎসক আমিরুল ইসলাম সাগর। বিউটি নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর মোল্লাবাজার এলাকার বাসিন্দা। ২৪ নভেম্বর শুক্রবার দুপুরে বিউটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেন গুরুদাসপুর পৌর সদরের হাজেরা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম। এসময় ইচ্ছে পূরণ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেন বিউটি ও তার পরিবার।

বিউটি (২৮) বলেন, বাঁশের বেড়ার ভাঙ্গা ছাপড়া ঘরে স্বামী নিয়ে বসবাস করতেন। বৃষ্টি এলে টিনের ফুটা দিয়ে পানি পড়তো। স্বামী দিনমজুরী করে যা আয় করেন, তা দিয়ে ৩ ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এবং সংসার চালানোই কঠিন। এ কারণে ভাঙ্গা ঘরটি ঠিক করতে পারেননি তিনি। চিকিৎসক আমিরুল ইসলামের দেয়া উপহারের ২কক্ষ বিশিষ্ট নতুন ঘর পেয়ে তারা মাথাগোঁজার নিরাপদ ঠাঁই পেলেন।

জানতে চাইলে চিকিৎসক আমিরুল ইসলাম সাগর বলেন, ইচ্ছে পূরণ টিমের মাধ্যমে বিউটিকে তিনি নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এটি তাদের ইচ্ছে পূরণ টিমের চতুর্থতম উপহার। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইচ্ছে পূরণ টিমের কাজ। এভাবেই তারা আমৃত্যু অসহায়-দুস্থদের পাশে থাকতে চান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫