• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০২:১৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদারীপুর শিবচরে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

২৫ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৪২:১৩

মাদারীপুর শিবচরে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় মো. ইব্রাহিম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পাঁচ্চরের শিকদারকান্দি এলাকার ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম (১৫) মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের মো. হিরু খানের ছেলে। সে মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর (আরএম) উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর সহপাঠী রাজু ও জুনায়েদকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বেইলি ব্রিজ এলাকায় শুক্কুরের খিচুড়ি খেতে যায় ইব্রাহিম(১৫)। খিচুড়ি খাওয়া শেষে বাড়ি ফেরার পথে মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি এলাকায় ট্রেনলাইনে উঠে আড্ডা দেয় তিন বন্ধু। রাত সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রেন এলে দুই বন্ধু ট্রেনলাইন পার হয়ে একপাশে চলে আসে। কিন্তু ইব্রাহিম(১৫) পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হসপিটালে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। গুরুতর আহতাবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু রাজু জানায়, ‘আমরা ট্রেনলাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এ সময় ট্রেন আসে। আমরা এক পাশ থেকে অন্যপাশে চলে আসি। কিন্তু ইব্রাহিম ট্রেন লাইন পার হতে গিয়ে ট্রেনে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পাথরের ওপর পড়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি মর্মান্তিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩