• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪৮:৫৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪৮:৫৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

জমি বিক্রি করে এমপি নির্বাচনের ফরম তুলেছেন চৌকিদার এসকেন আলী

২৪ নভেম্বর ২০২৩ সকাল ০৮:২৭:৪২

জমি বিক্রি করে এমপি নির্বাচনের ফরম তুলেছেন চৌকিদার এসকেন আলী

লালপুর (নাটোর) প্রতিনিধি: এসকেন আলী (৪১)। পেশায় একজন গ্রাম পুলিশ (চৌকিদার)। স্বপ্ন দেখেন জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করার। তার ২০ বছরের স্বপ্ন পূরণে এবার তিনি নিজের বাড়ির জমি বিক্রি করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদন ফরম উত্তোলন করেছেন।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২২ নভেম্বর বুধবার দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আবেদন উত্তোলন করেন এসকেন আলী। তিনি লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে ও লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে এসকেন আলী বলেন, ‘ভোট আসলেই আমার মনের ভেতর খুব আনন্দ হয়। আমি আগেও দুইবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়ে ছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। ২০ বছর আগ থেকে আমার খুব স্বপ্ন, আমি এমপি ভোট করবো। তাই এবার আমার নিজের বাড়ি করার এক কাঠা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদনপত্র কিনেছি।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার মতো নিরীহ, পা ফাটা লোক আমাকে ভোট দেবে। আমি নির্বাচনে জিতবো বলে আমি আশাবাদী। নির্বাচনে জিতলে গরিব-অসহায় মানুষের জন্য কাজ করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

লালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে ভোট করতে টাকা কোথায় পাবে। সে আগেও কয়েকবার মেম্বার ভোট করে অনেক টাকা খরচ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ