• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শুরুতেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকেট সংকট

২৩ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৬:৫২

শুরুতেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকেট সংকট

কক্সবাজার প্রতিনিধি: অবশেষে শুরু হয়েছে নবনির্মিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি। আগামী ১ ডিসেম্বর শুক্রবার প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাবে।

এ লক্ষে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে প্রথম ও দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এতে টিকেট সংকটে পড়ে অনেকে যাত্রী।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কাউন্টার এবং অনলাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের টিকিট বিক্রি করা হয়। এর মধ্যে ১ ও ২ ডিসেম্বরের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। কাউন্টারের চেয়ে অনলাইনে টিকিট বিক্রি বেশি হয়েছে।

তিনি বলেন, ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে মোট ১৫টি বগিতে যাত্রী থাকবে। এর মধ্যে একটি এসি এবং একটি নন এসি বগি মিলে মোট ১১৫টি আসন থাকবে চট্টগ্রামের যাত্রীদের জন্য। এর মধ্যে এসি বগিতে আসন থাকবে ৫৫টি এবং ননএসি বগিতে আসন থাকবে ৬০টি।

যাত্রা শুরুর প্রথম দিন ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেন ঢাকার উদ্দেশে কক্সবাজার আইকনিক স্টেশন ছেড়ে যাবে। এই ট্রেন রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। মূলত এই ট্রেনকে নিয়ে যাত্রীদের মধ্যে বেশি আগ্রহ রয়েছে। তবে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট বৃহস্পতিবার সকাল ১০টায়ও পাওয়া যাচ্ছিল।

তিনি আরও বলেন, ঢাকা-কক্সবাজার রুটের প্রথম ট্রেনের সব টিকিট বিক্রি হতে খুব বেশি সময় লাগেনি।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, নতুন এই রেললাইনে ট্রেন চলাচল শুরু হলে, তা অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। কারণ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সরু হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পর্যটক ও যাত্রীদের। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে অনেকেই ট্রেনে যাওয়া-আসা করবেন। এখন অবশ্য বাসের বিকল্প হিসেবে অনেকে উড়োজাহাজে যাতায়াত করেন। তবে এ রকম পর্যটকের সংখ্যা তুলনামূলক কম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ