• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:১৫:৪৮ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:১৫:৪৮ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

২১ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৬:৩২

নওগাঁয় ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

নওগাঁ প্রতিনিধি: দেশের উত্তরের অনেক জেলার মতিই নওগাঁয়ও এসেছে শীত। শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর লেপ-তোষকের কাচামালের দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমিকদের মজুরি। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা গড়ে আয় করেন ৫০০-৬০০ টাকা। বর্তমান বাজারে লেপ তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকা এবং তোষক তৈরিতে মজুরি নেয়া হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর ক্রেতাদের মধ্যে অনেকেই শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানিয়ে নিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে পার করছে ব্যস্ত সময়।

কথা হয় স্থানীয় কয়েজন কারিগরের সাথে। তারা জানায়, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে প্রায় ২ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৩ থেকে ৫টি লেপ তৈরি করতে পারেন। একইভাবে দিনে তৈরি করতে পারেরন ৪-৫টি তোষক।

কথা হয় স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ীর সাথে। তিনি জানান তুলার দাম বাড়ায় এ বছড় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে অনেক বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ