• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৯:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, বিচ্ছিন্নভাবে চলছে যানবাহন

১৯ নভেম্বর ২০২৩ সকাল ১১:০২:০০

মানিকগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, বিচ্ছিন্নভাবে চলছে যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও চলছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে মানিকগঞ্জে যানচলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা যায়।

রোববার সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালপাড় , শহিদ রফিক সড়ক, বঙ্গবন্ধু চত্বর, ঢাকা-আরিচা হাইওয়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার দুই-একটি বাস যেতে দেখা যায়। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। এছাড়াও স্কুল-কলেজে ও চাকরিজীবী লোকদের কর্মস্থলে যেতে দেখা যায়।

এছাড়াও বিচ্ছিন্নভাবে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া ও মানিকগঞ্জ-সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ডেফলতুলি এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ