• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৬:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৬:১৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

কৃষি

আমন ধান তুলতে ব্যস্ত শ্রীবরদীর কৃষকরা

১৩ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫:৪৩

আমন ধান তুলতে ব্যস্ত শ্রীবরদীর কৃষকরা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কৃষকরা। ঘরে ঘরে নবান্নের উৎসবে মেতে উঠেছে তারা। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানা গেছে। এখানে ব্রিধান ৭৫, ব্রিধান ৭৪, ব্রিধান ৪৯, ধানী গোল্ড, রঞ্জিন, পাইজামসহ নানান জাতের ধান চাষ করেছে কৃষকরা।

আমন মৌসুমে প্রথম দিকে পরিমিত বৃষ্টি না হওয়ায় এবছর উঁচু জমিতে সেচ দিতে হয়েছে। অন্যদিকে পোকার আক্রমণে ধানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। সব ঝঞ্জাট শেষে সোনালি ধান ঘরে তুলতে কৃষকরা সারাদিন এখন ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাড়াই-মাড়াই করছেন কৃষকরা। কার্তিকের নবান্ন উৎসবে মেতে উঠছেন ছোট বড় সবাই।

ধানের আশানুরুপ ফলন হওয়ায় এখানকার কৃষকরা অনেক খুশি। অনেকে আবার ধান কেটে সে জমিতে সরিষা, ভুট্টা, গম, আলু, পেয়াজ, কলাসহ অন্যান্য দেশীয় ফসল আবাদ করতে ব্যস্ত ।

কৃষক মো. আলী বলেন, আমার ধান কাটা শেষ, বাড়িতে ঝাড়াই-মড়াই করছি। জমিতে এখন সরিষা, ভুট্টা, আলু চাষ করার জন্য পাওয়ার টিলার দিয়ে হালচাষ করে রাখছি।

শ্রীবরদী কৃষি অধিদফতর সূত্রে জানা গিছে, উপজেলায় আমন ধানের লক্ষ্যমাত্রা ছিলো ১৭ হাজার ৮১২ হেক্টর। এর মধ্যে ৯০ শতাংশ জমির ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩