• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:১৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:১৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা

কসবায় বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের পাঠদান বর্জন

১২ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:২৪:৩৩

কসবায় বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের পাঠদান বর্জন

মাজেদুল ইসলাম, কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বকেয়া বেতনের দাবিতে পাঠদান বর্জনের ঘোষণা দিয়েছেন আড়াইবাড়ী সাঈদীয়া ইসলামিয়া কামিল মাদরসার শিক্ষকগণ। এতে বিপাকে পড়েছে মাদরাসার শিক্ষার্থীরা।

মাদরাসার মাঠে দাঁড়িয়ে শিক্ষকগণ মৌখিকভাবে তাদের সমস্যার কথা সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এসময় মাদরাসার প্রায় ৩৫ জন শিক্ষকের সাথে অংশ নেন মাদরাসার কর্মচারীরাও। তারাও বেতন পান না গত দুই মাস ধরে।

শিক্ষকগণ জানান, গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। ফলে তাদের মানবেতর সময় পার করতে হচ্ছে। বেতন না পাওয়ার কারণ হিসেবে মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাইয়িদ মোহাম্মদ ফারুকের উদাসিনতাকে দায়ী করছেন শিক্ষকগণ। যতদিন পর্যন্ত বেতন না পাবেন, ততদিন পর্যন্ত কোন শিক্ষক পাঠদানে শ্রেণি কক্ষে যাবেন না বলে জানান তারা।

শিক্ষক মোসলেহ উদ্দিন সাঈদী জানান, বেতন না পেয়ে আমরা কীভাবে সংসার চালাবো। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসব বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমরা এই সমস্যা নিরসনে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আড়াইবাড়ী  সাঈদীয়া ইসলামীয়া কামিল মাদরসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সায়্যিদ মোহাম্মদ ফারুক জানান, শিক্ষকরা কেন বেতনের জন্য পাঠদান বন্ধ করেছেন এবং আমাকে দোষারোপ করছেন তা আমার জানা নেই। আমিও তো তাদের মতো  কয়েকমাস ধরে বেতন পাচ্ছি না। পাঠদান বন্ধ করলে শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হবে। মাদরাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে জটিলতায় গত কয়েকমাস ধরে আমিসহ শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। অচিরেই সমস্য নিরসন হবে বলে আশা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তীব্র তাপদাহে ৭ দিন বন্ধ স্কুল-কলেজ
২০ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৮:১৭





যে কারণে সারাদেশে ইন্টারনেটের ধীরগতি
২০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫৬:৪১

তীব্র তাপদাহে কাইল মেহেরপুরবাসী
২০ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৮:৪১