• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৬:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৬:৫১ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পাথরঘাটায় সিসিডিবির উন্নত চুলা ব্যবহারকারীদের লভ্যাংশ প্রদান

১০ নভেম্বর ২০২৩ সকাল ০৯:২৪:০৪

পাথরঘাটায় সিসিডিবির উন্নত চুলা ব্যবহারকারীদের লভ্যাংশ প্রদান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর উদ্ভাবিত উন্নত চুলা ‘বাংলার উনান’ ব্যবহারকারীদের লভ্যাংশ প্রদান করা হয়েছে। কার্বন নিঃসরন হ্রাসকরণ প্রকল্পের উন্নত চুলা (বাংলার উনান) সারা বিশ্বে ছড়িয়ে দিতে কাজ করছে সিসিডিবি।

৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্ন্তজাতিক সংস্থা ব্রেড ফর দা ওয়ার্ল্ড-এর জার্মান প্রতিনিধি ক্রিস্টেন গেড উপস্থিত ছিলেন। সিসিডিবি কার্বন নিঃসরণ হ্রাসকরণ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার ১৫২৭ জন উপকারভোগীকে নগদ অর্থ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাথরঘটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন, সিসিডিবির জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান মো. ফয়েজউল্লাহ তালুকদার, পাথরঘাটা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, আমিন সোহেন, মোসাফর হোসেন বাবুল, সিসিডিবি পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি প্রমুখ।

সিসিডিবির জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান মো. ফয়েজউল্লাহ তালুকদার বলেন, ঘূর্ণিঝড় থেকে মুক্তি পেতে আমদের এই বেসরকারি সংস্থাটি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছে। এই সমুদ্র উপকূলে প্রায়ই দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা রান্না করতে পারেন না, ঘরে পানি উঠে যায়। তাই তাদের মাঝে আমরা ডিজিটাল প্রযুক্তি খাটিয়ে একটি চুলা তৈরি করেছি, যা কার্বন নিঃসরণ হ্রাস করে। স্বল্প জ্বালানি খরচে ঝড়বৃষ্টির মধ্যেও রান্না করা যাবে। এই চুলাটি স্থানান্তরযোগ্য। পাথরঘাটায় ২ হাজার ৭শ’ ৬৫ জন চুলা ব্যবহারকারী রয়েছে। তারা সকলেই পর্যায়ক্রমে তাদের লভ্যাংশ পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩