• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৮:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৮:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

রূপপুরে পৌঁছালো প্রথম ইউনিটের ইউরেনিয়ামের শেষ চালান

১০ নভেম্বর ২০২৩ সকাল ০৯:০৮:৪৫

রূপপুরে পৌঁছালো প্রথম ইউনিটের ইউরেনিয়ামের শেষ চালান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: কড়া নিরাপত্তায় ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের শেষ চালান সফলভাবে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে।

ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনা ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে চালানটি।

৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে পূর্ববর্তী ৬টি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইউরেনিয়াম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ইউরেনিয়ামের সপ্তম চালান ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’  সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে।

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই সাতটি চালানে আসা ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম জ্বালানি দিয়ে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটে নিরবচ্ছিন্নভাবে এক বছর বিদ্যুৎ উৎপাদিত হবে।

১০ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেক্ষ্য, ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি। আর ২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ