• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৯:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৯:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়ায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

৭ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৬:০২

দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়ায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি: দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঐ পুলিশ কর্মকর্তার বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে স্বেচ্ছাসেবকলীগের এক নেতার ছবি ফেসবুকে ভাইরাল হলে প্রত্যাহার করা হয় তাকে। এর আগে অটো-ভ্যান চুরি মামলার এক আসামী তার হাত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে একবার প্রত্যাহার করা হয়েছিলো।

৬ নভেম্বর সোমবার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম ৩১ অক্টোবর দুপুরের দিকে স্থানীয় সোনাহাটা বাজার এলাকায় বিএনপির ডাকা অবরোধ চলাকালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তার শরীরের বুলেট প্রুফ জ্যাকেটটি (ভেস্ট) সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের উপর রাখেন। স্থানীয় সেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুল ইসলাম পুলিশের ঐ জ্যাকেটটি গায়ে দিয়ে নিজের ফেসবুকে ছবি পোস্ট করেন। মুহুর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নানা ধরণের নেতিবাচক মন্তব্য লিখতে থাকে বিভিন্ন জন।

পরে বিষয়টি দেখে ঐ রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় ফেসবুক ওয়াল থেকে ঐ ছবিটি সরিয়ে নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে শহিদুল ইসলামকে কর্তব্য অবহেলার অভিযোগে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সোমবার রাতে এসআই শহিদুল ইসলামকে থানা থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এরআগে অটোভ্যান চুরি মামলার আসামী সোহাগ বাবু অভিযুক্ত একই পুলিশ কর্মকর্তার হাত থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ জুন তাকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। প্রায় ২ মাস পর তিনি ফের ধুনট থানায় যোগদান করেছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ