• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৩:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৩:৩১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় আমন ধানের বাম্পার ফলন

৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৫:০৬

খোকসায় আমন ধানের বাম্পার ফলন

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার পৌরসভা ও ৯ ইউনিয়নে এবছড় চাষ হয়েছে আমন ধানের। চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১৭৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মৌসুমে বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আগাম আমন চাষে ইতোমধ্যে ধান পাকতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। সবকিছু অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

জয়ন্তীহাজরা গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবার আমন মৌসুমে উন্নতজাতের আমন বীজ, সঠিক পরিমান সার প্রয়োগ, পরিমিত পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে। ফলন ভালো পেতে ধানের পোকা দমনে আলোক ফাঁদসহ উন্নত কলাকৌশল ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়ায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এবছড় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ