• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:০৯:০৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:০৯:০৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষে কাউন্সিলরসহ আহত ৭

২ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:০৫:৫৬

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষে কাউন্সিলরসহ আহত ৭

নাটোর প্রতিনিধি: নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পৌরসভার কাউন্সিলরসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎকার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়েছে।

১ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় বড় হরিশপুর বাস টার্মিনালে নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেন ও রাশেদুল ইসলাম কোয়েল গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে হরিশপুর বাস টার্মিনালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে অবস্থান নেয় কাউন্সিলর রানা এবং কোয়েলসহ তাদের সমর্থকরা। পরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভেতর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের কাছে থাকা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে রানাসহ তার ৭ সমর্থক আহত হয়।

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আশিক ও জাহিদ নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এই দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর থেকে শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কি কারণে দুই গ্রুপের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব, তা নিরুপণ করতে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নেতারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, সকালে টার্মিনাল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪