• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

৩১ অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৬:৫৬

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে দম্পতিকেকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তাদের ছেলে গুরুতর আহত হয়। ৩০ অক্টোবর সোমবার রাত ১০ টার দিকে একই এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বামী আমির হোসেন (৬৫) ও স্ত্রী জুলেখা বেগম (৫৫)। আহত হয়েছেন তাদের ছেলে জসিম উদ্দিন (৩৫)। তাদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামে। আমির পেশায় একজন কৃষক। আহত জসিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন,  রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদেরকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার ভোরে স্বামী আমির হোসেন এবং দুপুরে স্ত্রী জুলেখা মারা যায়।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। প্রশাসনকে বার বার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনা দরকার।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) মো. মোবারক বলেন, ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পাহাড়ী এলাকায় হওয়ায় এই এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেশি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ