• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৫:৪৫ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৫:৪৫ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আত্মহত্যার প্ররোচনার মামলায় বাবা-মাসহ ৫ জন কারাগারে

২৯ অক্টোবর ২০২৩ রাত ০৮:৩৭:৪১

আত্মহত্যার প্ররোচনার মামলায় বাবা-মাসহ ৫ জন কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে বেকারি ব্যবসায়ী শাহানুর মিয়ার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন শাহানুরের স্ত্রী। ২৬ অক্টোবর বৃহস্পতিবার এ মামলার হাজিরা দিতে গেলে শাহানুরের মা, বাবা ও ৩ ভাইকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান লিটন। আত্মহত্যা প্ররোচনার মামলার আটক আসামীরা হলেন নিহত শাহানুর মিয়ার বাবা সুলতান মিয়া, মা হুনুফা বেগম, ভাই জুনাইদ, জুবাইল ও গোলাপ মিয়া।

শাহানুরের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে গত ১১ জুন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতে মামলা করার পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাপী আক্তার অভিযোগের তদন্তের দায়িত্ব দিয়েছেন ডিবিকে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মৃত শাহানুর মিয়া বেকারির ব্যবসা করতেন। তাদের সংসারে ২ টি কন্য সন্তান রয়েছে। শাহনুর মিয়ার বাবা ও ভাইয়েরা ৪ শতাংশ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে ১৬ লক্ষ টাকা নেন। পরে জমি দলিল করে না দিয়ে তাকে ঘোরাতে থাকেন। এসময় শাহনুর মিয়া জমির দলিল করে দেয়ার জন্য অনুরোধ করলে তার পিতা সুলতান মিয়া শাহনুরকে তাড়িয়ে দেন এবং বলেন- ‘তুই গিয়া আত্মহত্যা করিয়া মরগা’। এ ঘটনার পর রাগে, ক্ষোভে, অভিমানে কিটনাশক পান করে আত্মহত্যা করেন শাহনুর মিয়া।

মামলার বাদী ফরিদা বেগম বলেন, তার স্বামী শাহানুর মিয়াকে তার শ্বশুর-শাশুড়ী ও দেবররা আত্মহত্যায় প্ররোচিত করেছে। যে জমিটি তার নামে দলিল করে দেয়ার কথা ছিলো সেটি এখনও দেয়নি। আমি এর বিচার চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হিলিতে দাম বাড়ল কাঁচা মরিচের
১৩ মে ২০২৪ দুপুর ০২:৪৬:১৮