• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৪:৫২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৪:৫২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ আহত কিশোরের মৃত্যু

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩০:০৯

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ আহত কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুজামন্ডপে পটকা-বাজির আগুনে দগ্ধ হয়ে আহত কিশোর রুদ্র বণিক অভি (১৪) হাসপাতালে মারা গেছে। সে উপজেলার কোদালা ইউনিয়নের বণিক পাড়ার রুপন বণিকের ছেলে ও চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। ২৯ অক্টোবর রোববার সকালে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

আগুনে দগ্ধ আহত সুজয় ধর (১৭) নামে আরও এক কিশোর ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় তার স্বজন দিগন্ত ধর।

নিহত রুদ্রের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার অষ্টমীর দিন ২২ অক্টোবর রাতে কোদালা বণিকপাড়া দুর্গামন্ডপের সামনে রুদ্র ও সুজয়সহ কয়েকজন কিশোর গায়ে রঙ মেখে খেলছিলো। হঠাৎ এক যুবক পটকাবাজি নিয়ে মন্ডপে ঢুকে বাজি ফুটাতে থাকে। হঠাৎ বাজি থেকে আগুনের ফুলকি দুজনের শরীরে এসে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় দুজনের শরীরে।

পরে তাদের শরীর থেকে আগুন নিভিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতরভাবে দগ্ধ হওয়ায় পরেরদিন ২৩ অক্টোবর দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুদ্রের মৃত্যু হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন সুজয় ধর নিহত রুদ্র বণিকের চাচা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪