• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৮:২৩ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জীবন যু‌দ্ধে লড়াই ক‌রে ঘু‌রে দাঁড়া‌নো নারী উদ্যোক্তা ফ‌রিদা পার‌ভীন

২৫ অক্টোবর ২০২৩ দুপুর ১২:১২:০০

জীবন যু‌দ্ধে লড়াই ক‌রে ঘু‌রে দাঁড়া‌নো নারী উদ্যোক্তা ফ‌রিদা পার‌ভীন

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: জীবন যু‌দ্ধে লড়াই ক‌রে ঘু‌রে দাঁড়া‌নো একজন সফল নারী উদ্যোক্তা ফ‌রিদা পার‌ভীন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে।  

ফ‌রিদার নিজস্ব পোশাক তৈরির কারখানায় শিল্পীর তুলির আঁচড় আর ডাইসের ডিজাই‌নে আকর্ষণীয় হয়ে উঠছে এক একটি শাড়ি, জামা ও পাঞ্জাবি। যেগুলো শোভা পাচ্ছে ‘স্বপ্ন আঁকা’ নামে তার ফ‌্যাশন হাউজে । পোশাকের রঙের মতই নিজের স্বপ্ন রাঙিয়েছেন এই উদ্যোক্তা। শুধু তাই নয়, এই কাজে অনুপ্রাণিত করছেন অন্য নারীদেরও। তবে এই পথ পারি দেয়া এত সহজ ছিল না তার।

হাত খরচের মাত্র তিন হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন ব্লক বাটিক ও হ্যান্ড পেইন্টের পোশাক তৈরির কাজ। সেখান থেকেই আজকের এই অবস্থান তৈরি করেছেন। মহামারি করোনায় আর্থিকভাবে নাজেহাল হলেও তার সফলতার পথ আটকে থাকেনি। মাত্র তিন বছর আগে প্রায় শূন্য থেকে শুরু করা এই লড়াইয়ে ফরিদা এখন একজন সফল উদ্যোক্তা, মাসে আয় করছেন লক্ষাধিক টাকা।

বর্তমানে জেলা শহরে রয়েছে স্বপ্ন আঁকা নামে তার একটি ফ‌্যাশান হাউজ। ফ্যাশন হাউজসহ তার কারখানায় কাজ করছেন ১০-১৫ জন নারী। ভবিষ্যতে ব্যবসার পরিসর বৃদ্ধিসহ সমাজে অবহেলিত নারীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম বড় আকারে করার স্বপ্ন এই উদ্যোক্তার।

ফরিদা পার‌ভীনের স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন তার স্বামী মুহম্মদ নাজমুল হুদা। আগামীতেও থাকতে চান স্ত্রীর সহযোগী হয়ে।  তবে ব্যবসার পরিসর বাড়াতে প্রয়োজন ঋণ। কিন্তু বি‌সিক জেলা কার্যালয় গাইবান্ধা ব্যতীত অন্য কোথাও ঋণের আবেদন মঞ্জুর না হওয়ায় হতাশা প্রকাশ করেন ফরিদা পারভীন ।

গাইবান্ধা জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে কথা হয় বি‌সিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায়ের সাথে। তি‌নি সফল নারী উদ্যোক্তা ফরিদা পারভীনের জন্য এসএমই ঋণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান ক‌রেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ