• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৭:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৭:২১ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

২৪ অক্টোবর ২০২৩ রাত ০৯:০১:০৮

রাজস্থলীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

রাজস্থলী প্রতিনিধি: ৫ দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের পর প্রতমা বিসর্জনের মধ্যদিয়ে বাজস্থলীতে শেষ হলো শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। উপজেলা সদর ও ৩ নং বাঙ্গালহালিয়ায় জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মলম্বীদের এ উৎসব পালিত হয়।

২৪ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে প্রতিমা বিসর্জনের আগে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত থাকে ভক্তরা। ঢাকের তালে আর কাঁসার বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মন। এসময় ভক্ত ও সাধারণ দর্শণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো।

বেলা গড়িয়ে পড়ার সাথে সাথে ঢাক-ঢোলের তালে প্রতিমা বিসর্জন দিতে সবাই পায়ে হেঁটে এবং ট্রাকে করে ছুটতে থাকে চন্দ্রঘোনার কর্ণফুলী নদীর তীরে। ধুপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ-শান্তি। এসময় একে একে নদীতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।

এদিকে সকাল ৯ টা থেকে রাজস্থলী হরি মন্দির, ছাগল খাইয়া মন্দির, দক্ষীণেশ্বর কালিমন্দির ও কুটিরিযা পাড়া শিব মন্দিরে দুর্গাপূজা উদযাপন পরিষদ বিজয়া দশমীর পুষ্পাঞ্জলি দিতে ভীড় জমায় অসংখ্য ভক্ত। এসময় পুষ্পাঞ্জলি প্রদান করেন উপজেলা সদর ও বাঙালহালিয়ার সনাতনী ভক্তবৃন্দ। পুষ্পাঞ্জলি শেষে সনাতন ধর্মালম্বীরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে দেবীর বিসর্জনের বার্তা জানায়, মণ্ডপে মণ্ডপে চলে ঢাক-ঢোল ও ধর্মীয় আরতি। ধুপ আর মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো রাজস্থলি। প্রশাসনের সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, রাঙামাটি  জেলার রাজস্থলীতে এবার ৪টি পূজামণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পেরে মহা খুশি সনাতনী ভক্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ