• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১২:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১২:৪৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে মা ইলিশ রক্ষায় অভিযান

২৩ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৬:৫৮

শিবচরে মা ইলিশ রক্ষায় অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযানে নেমেছে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। ২২ অক্টোবর রোববার সকালে শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সফিকুর রহমানের নেতৃত্বে মাঝির ঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে পদ্মা নদীর মাদারীপুর ও শরিয়তপুর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।  

এদিকে পুলিশের অভিযান টের পেয়ে নদী থেকে ইলিশ ধরার ট্রলারগুলো সরে গেলেও ইলিশ ধরার কাজে ব্যবহৃত বোটকে ধাওয়া দেয় পুলিশ। তবে জেলেদের ব্যবহৃত বোটগুলো অধিক গতি সম্পন্ন হওয়ায় এ যাত্রায় আটক থেকে বেঁচে যায় তারা।

অভিযানে শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম ছাড়াও অংশ নিয়েছে চর জানাজাত ও মাঝিঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শিবচর উপজেলা মৎস অফিস ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত শিবচরে ইলিশ ধরার অভিযানে মোট ২২টি মোবাইল কোট পরিচালনাসহ ৩টি মামলায় ৫ জনকে সাজা ও ১৯ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এ বিষয়ে চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, দ্রুত গতির কারণে আজ বোটে করে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে আগামীতে এ অভিযান আরও কঠোর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯