• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৮:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৮:৩৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারী সদরে ২৮৩ পূজা মন্ডপে সহায়তা দিলেন এমপি নুর

২২ অক্টোবর ২০২৩ রাত ০৯:৫৭:২৬

নীলফামারী সদরে ২৮৩ পূজা মন্ডপে সহায়তা দিলেন এমপি নুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলায় ২৮৩ পূজা মন্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর শনিবার ঐ সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় তিনি বলেন, সনাতন হিন্দু ধর্মালম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার এটি। সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ঐ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনা চক্রবর্তী, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষ বর্ধন রায় প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে সদর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজার ২৮৩ মন্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ওই সহায়তা প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ