• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৫:০৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৫:০৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্গাপূজা সার্বজনীন উৎসব: এমপি কমল

২২ অক্টোবর ২০২৩ সকাল ১০:৩৫:৪৫

দুর্গাপূজা সার্বজনীন উৎসব: এমপি কমল

রামু (কক্সবাজার) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর, ঈদগাঁও ও রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসব।

তিনি আরও বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব এক সঙ্গে পালন করি।

২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কালিবাড়ী, শ্রীশ্রী সরস্বতী বাড়ি, সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দির, ইন্দ্রসেন দুর্গাবাড়ী, সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম-সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কক্সবাজার পৌরসভার কাউন্সিলার রাজ বিহারী দাশ, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক দাশ, সাবেক জেলা পরিষদের সদস্য নুরল হক, রামু পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকাশ সিকদার, কক্সবাজার সার্চ মানবাধিকারের সভাপতি মোহাম্মদ আলী মুন্না, সহ-সভাপতি মো. জুবাইর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ছোটন, রামুর জোয়ারিনালা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি  দিলীপ কুমার মহজন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩